মুক্ত মননে সুস্থ সাহিত্য চর্চায় সৃজনশীল লেখক ও পাঠক সৃষ্টির দৃঢ় প্রত্যয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সুরবিতানে সংগঠনের সাধারণ সভায় ২০১৯-২০২১ সেশনের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাসকে সভাপতি ও এম.এ ওয়াহিদকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও কমিটিতে তাহমিনা বেগম গিনিকে সিনিয়র সহ-সভাপতি, প্রফেসর ইকরামুল ওয়াদুদকে সহ-সভাপতি, অ্যাডভোকেট এস.এম ইলিয়াছ ও আব্দুল আউয়াল তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, আবু মোতালেব লেবুকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল মোতালিব মমরাজকে কোষাধ্যক্ষ, শংকর অধিকারীকে দপ্তর সম্পাদক ও প্রফেসর জাহান আরা খাতুন, অধ্যাপক এস.এম ইলিয়াছ, জাহানারা আফছর, অবসর প্রাপ্ত শিক্ষক নিজাম আহমদ খান, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক লতিফ হোসেন, ইফতেখার তরফদার তারেক, মোঃ কদ্দুছ আলী মনোহর, অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান, আবু বক্কর চৌধুরী শান্তকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়। এর পূর্বে সাধারণ সভায় বিগত বছরের কার্যবিবরণী এবং কার্যক্রম নিয়ে প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ও হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ইন্তেকাল করায় এবং বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন এ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com