হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নেতৃত্বে সংসদ সদস্যের বাসভবনে এসে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এমপি আবু জাহিরকে মিষ্টিমুখ করান। এ সময় কলেজটিকে সরকারিকরণ করে দেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় অধ্যক্ষ জাবেদ আলী অতীতের ন্যায় ভবিষ্যতেও কলেজের উন্নয়নে এমপি আবু জাহির এর সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য তাঁদের নানা দিকনির্দেশনা দিয়েছেন।
আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক মোঃ কাইয়ুম আলী, মোঃ মুজিবুুল হক, প্রভাষক সৈয়দ আফজল মিয়া, তাপস কিশোর রায়, মোঃ আলী আজম, মোঃ সেলিম মিয়া, সুরঞ্জন চন্দ্র দেব, তাহমিনা সুলতানা, অজয় কুমার দাশ, শাহ মোছাঃ জাসিমা, রাজিব কুমার আচার্য্য, মোঃ নজরুল ইসলাম, নয়ন চন্দ্র দাশ, মোঃ জহুরুল হক, ক্রীড়া শিক্ষক তাহমিনা আক্তার রেজা, অফিস সহকারি মোঃ হাফিজুর রহমান, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ তোফাজ্জল হক, অফিস সহায়ক অঞ্জন কুমার দাশ, বন্ধন সরকার প্রমুখ।
এমপি আবু জাহির এর প্রতি অধ্যক্ষ জাবেদ আলী রাস্তা নির্মাণ, পুরাতন ভবন মেরামত, সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়নের আবেদন জানালে তিনি এসকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com