স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর থেকে পৃথক অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের রুবেল মিয়া ও জুয়েল মিয়ার বসত ঘরে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তাদের বসত ঘর তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা গ্রামের সাজল মিয়ার নির্মাণাধীন পাকা ঘরের সামনে থেকে হাপ্টার হাওর এলাকার ইউনুছ মিয়ার পুত্র মোঃ বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com