স্টাফ রিপোর্টার ॥ বিনামূল্যে ইংল্যান্ডের চিকিৎসকদের সেবা পেয়েছেন নবীগঞ্জের ৫ শতাধিক চক্ষু রোগী। গতকাল শনিবার দিনভর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে হাজী মনি উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত আই ক্যাম্পে এ সেবা প্রদান করেন ইংল্যান্ড থেকে আসা ১০ জন চিকিৎসক। চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট মঈনুল আমিন বুলবুলের দিক-নির্দেশনায় যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোফায়েল আহমেদ ও রেশা আমিনের তত্ত্বাবধানে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের বংশোদ্ভুত ১০ জন ইংল্যান্ড প্রবাসী চিকিৎসক সেবা প্রদান করেন। নবীগঞ্জ এলাকার সাধারণ মানুষকে চক্ষুসেবা দিতে পেরে গর্ববোধ করেন চিকিৎসকরা। তারা ভবিষ্যতেও এ ধরণের চিকিৎসা সেবা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। চিকিৎসা সেবা দেয়ার ব্যাপারে ডাঃ রেশমা আমিন জানান- সাধারণ মানুষকে চক্ষুসেবা দিতে পেরে আমি ও আমার সহকর্মীরা খুব খুশি, আমরা যেন সবসময় দেশের সেবা করতে পারি।
নিজেদের খরচে বাংলাদেশে এসে সাধারণ মানুষদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল। তিনি জানান, আই ক্যাম্পে বাছাই করা রোগীদের পরবর্তীতে ক্যাটারেক্ট অপারেশন করে দেয়া হবে।
দিনভর চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com