স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় কেক কাটার মধ্য দিয়ে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মনসুর উদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, সাবেক প্রেসক্লাব সভাপতি ও প্রতিদিনের বাণীর সম্পাদক মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি এড. রুহুল হাসান শরীফ। এসময় বক্তাগণ বলেন, প্রিন্ট মিডিয়ার ক্রান্তিকালে সময়ের আলো এখনো বস্তÍনিষ্ট সংবাদ প্রকাশে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সময়ের আলো পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এছাড়াও বক্তব্য রাখেন যমুনা টিভির স্টাফ করসপনডেন্ট প্রদীপ দাস সাগর, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক খোয়াইয়ের বার্তা সম্পাদক সাইফ আহসান, হবিগঞ্জের মুখের সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ নুরুল হক কবির, বাংলা নিউজের জেলা প্রতিনিধি মোঃ বদরুল আলম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ জাকারিয়া চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধূরী, এখন টিভির প্রতিনিধি কাজল সরকার, দেশ টিভির প্রতিনিধি আমির হামজা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাক আহমদ প্রিয়, সাংবাদিক আজিজুর রহমান সাহেল, শাহ কামাল সাগর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলোর জেলা প্রতিনিধি সৈয়দ সালিক আহমেদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com