মোঃ মামুন চৌধুরী ॥ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুনীল দেব রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ, হপসিব’র সহকারী জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) মোঃ রফিকুল ইসলাম, ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত তুলি মিনা পারভীন, মডেল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com