৯নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মেয়র সেলিম
হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনন্তপুর আবাসিক এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন- নির্বাচিত হওয়ার পর হতেই আমি পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সর্বোচ্চ প্রধান্য দিয়ে কাজ করে আসছি। বাইপাস হতে ২০ বছরের ময়লার স্তুপ নতুন ডাম্পিং স্টেশনে স্থানান্তর করেছি। ট্রাক, পিকআপ, পরিচ্ছন্নতার উপকরণসহ অন্যান্য পরিচ্ছন্নতা বিষয়ক কাজের পরিধি বাড়িয়ে শহরকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। আবর্জনা ভ্যানগাড়ীতে না দিয়ে অনেকেই রাস্তা-ঘাট ও ড্রেনে অনবরত ময়লা ফেলছেন। ফলে পরিচ্ছন্নতা কাজের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি ময়লা আবর্জনা ড্রেনে ফেলা বন্ধ করতে হবে। এই সচেতনতা সৃষ্টি করতে প্রতিটি এলাকার সচেতন নাগরিকগণকে এগিয়ে আসতে হবে। মেয়র বলেন- ইতিমধ্যে জলাবদ্ধতা দূর করতে আমরা বড় বড় ড্রেন ও খাল সমূহ খনন করছি। সাথে সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। গত ৩ বছরে হবিগঞ্জ পৌরসভার বেশ কিছু বেদখল হওয়া জমি উদ্ধার করে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলমান রয়েছে। হবিগঞ্জ শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী মোঃ টেনু মিয়া, মোঃ ফজর আলী, শাহ মোঃ মুসলিম ও যুবলীগ নেতা এস এম মাহফুজ।
মতবিনিময় সভায় অনন্তপুর আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীন নাগরিক, যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ হতে বক্তারা মেয়র আতাউর রহমান সেলিমের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতামূলক ভূমিকা রাখবেন বলে আশ্বস্থ করেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com