স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের হুরু মোড়া বন্দের গাতাবের এলাকায় করাঙ্গী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। বিকেলে ওই এলাকায় বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দুর্বৃত্তরা আলামত নষ্টের জন্য হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় সনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com