স্টাফ রিপোর্টার ॥ শহরের টাউন হল এলাকার হবিগঞ্জ গেজেট মোবাইলসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গত শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।
খবর পাওয়ার সাথে সাথেই সদর থানার ওসি অজয় চন্দ্র দেব, ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন, ওসি (অপারেশন) মোবারক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ব্যকস সম্পাদক দেওয়ান আলমগীর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাংবাদিকসহ নানা পেশার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। তবে গত ৫ আগস্ট এ দোকানে আবারও একই কায়দায় চুরি হয়েছিল। সে সময়ও চোরেরা নগদ টাকাসহ ৫ লাখ টাকার মোবাইল নিয়ে গিয়েছিল। কিন্তু এসব মোবাইল আজও উদ্ধার করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল ও তার ছোট ভাই দোহার ব্যবসা প্রতিষ্ঠান হবিগঞ্জ গেজেট। চোরেরা রাতের কোনো এক সময় টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা বন্ধ করে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও ৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল নিয়ে যায়। শুধু গেজেটই নয়, পাশে অপ্পো, রেডমি এবং লাব্বাইক কসমেটিক দোকানে হানা দেয় তারা। তবে সেখান থেকে তেমন কিছু নিতে পারেনি।
শহরে প্রধান সড়কে পরপর এমন ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে তারা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
ওসি জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পরিদর্শন করি এবং কিছু ক্লু পাই। অচিরেই মালামাল উদ্ধারসহ চোর গ্রেফতার করা হবে।