তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকাদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি বানিয়াচং উপজেলার রতœা স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিতায় বানিয়াচং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের নিয়ে ৮টি ভলিবল দল অংশগ্রহন করে। ভলিবল প্রতিযোগিতায় সকল খেলা পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ভলিবল কোচ ও রেফারি আব্দুল কদ্দুছ। প্রতিযোগিতায় ফাইনাল খেলায় রতœা স্কুল এন্ড কলেজ বালক দল ২-১ সেটের ব্যবধানে মন্দরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালিকা দলের ফাইনাল খেলায় রতœা স্কুল এন্ড কলেজ দল ২-০ সেটের ব্যবধানে মন্দরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। রতœা হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও হবিগঞ্জ জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক ও হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ লিটন মিয়া, এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য লায়ন মোঃ আসাদুজ্জামান, খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ মিয়া ও মন্দরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজিব খান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রতœা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক অবিনাশ চন্দ্র দাস। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com