চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন চুনারুঘাট সরকারি কলেজের ৫ প্রভাষক। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেন। পদোন্নতি পাওয়া শিক্ষকদের স্বাগত জানিয়েছে কলেজ প্রশাসন।
কলেজ অধ্যক্ষ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে চুনারুঘাট সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ৫ জন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা ইতিহাস বিভাগের মোঃ রবিউল হোসেন, রসায়ন বিভাগের মোঃ আনিসুর রহমান, সদ্য বিদায়ী বাংলা বিভাগের মিহাদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ আহসানুল হক ও মোহাম্মদ ফরিদ মিয়া। এর আগে গত বৃহস্পতিবার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭১১ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com