নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী কেতকী রঞ্জন পাল (৯৩) গতকাল শুক্রবার সকাল ১০ টায় সিলেট আলহারমাইন হাসপাতালে বার্ধক্যজনিত কারনে পরলোকগমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে নবীগঞ্জ মধ্য বাজারে প্রয়াতের নিজ বাসায় ছুটে যান নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ব্যবসায়ী রঙ্গলাল রায়, পারমার্থিক পাঠক ফোরাম সভাপতি অজিত কুমার দাশ, অধ্যক্ষ তনুজ রায়, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ওই দিন বিকেলে ৪ টায় জয়নগর পৌর শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ব্যবসায়ী কেতকী রঞ্জন পালের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং সংগঠনের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সার্বিক তত্ত্বাবধানে আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করে প্রার্থনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com