স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কটিয়াদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জলিল এবং লস্করপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও শরীফপুর গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ দুটি মামলায় জামিন ও ১টি মামলায় খালাস পেয়েছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় ২টি ও রমনা থানায় ১টি মামলা দায়ের করা হলে সিএমএম আদালত দু’টি মামলার জামিন ও ১টি প্রতারণা মামলা খারিজ করেছেন। গত বৃহস্পতিবার মিথ্যা প্রতারণামূলক মামলাটি খারিজ করেন সিএমএম কোর্টের বিচারক। এর আগে পরপর আরও দুটি মামলায় তারা জামিন লাভ করেন। দীর্ঘ ২১ দিন তারা কারাভোগের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় আব্দুল জলিল ও রুবেল আহমেদ বাড়িতে পৌঁছলে স্থানীয় কটিয়াদি বাজারে এলাকাবাসী ভিড় করেন। এসময় এলাকাবাসী তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে এলাকাবাসী শতাধিক সিএনজি ও মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে শায়েস্তাঞ্জের নছরতপুর রেল গেইট এলাকায় তাদেরকে বরণ করেন।
পরে কটিয়াদি বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল জলিল এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আমাদের জন্য যে ভালবাসা ও উদারতা দেখিয়েছেন আমি কোনদিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারব না’। এ সময় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com