ছাত্রলীগ নেতা আফরোজের উপর হামলা
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন আফরোজকে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হামলায় উপস্থিত থাকা ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসেইন মোঃ আদিল জজ মিয়াসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা ব্যাপক আন্দোলনের হুমকি দিয়েছেন। বিশিষ্ট মুরুব্বী ওয়াফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি আবু কাওসারের সঞ্চালনা প্রতিবাদ সভায় প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ৬ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান জজ মিয়া ও সদস্য সালেক মিয়াসহ কয়েকজন মিলে আফরোজকে পিঠিয়ে আহত করে। এরপর তাঁকে ইউপি অফিসে আটকে রাখা এবং মিথ্যা মামলায় পুলিশে দেয়া হয়। পরে আদালত থেকে জামিনে এসে চিকিৎসা নিয়ে গতকাল আদালতে মামলা দায়ের করেন হেলাল উদ্দিন আফরোজ। তার দু’টি হাত ভেঙ্গে গেছে। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, মুরুব্বী সামছু মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন রুয়েল, মোঃ আব্দাল মিয়া, ডাঃ মানিক মিয়া, মোঃ বলু মিয়া, মোঃ মমিন মিয়া, মোঃ রহমত আলী, মোঃ রাজু হুসেন, মোঃ নুরজামাল মিয়া, মোঃ রুছমত আলী, মোঃ কামাল মিয়া, মোঃ সিদ্দিক মিয়া, মোঃ আবু নাছির মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ আক্কুই মিয়া, মোঃ আরবালী মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ আলা উদ্দিন মিয়া, মোঃ বেনু মিয়া, মোঃ হাজী ওয়াফিছ উদ্দিন, মোঃ টেনু মিয়া, মোঃ মফিছ উদ্দিন, মোঃ আহম্মদ মিয়া, মোঃ ফিরোজ মিয়া, মোঃ মর্তুজ আলী, মোঃ সুমন মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ বেনু মিয়া, মোঃ জয়নাল মিয়া, মোঃ মনজব আলী, মোঃ লিপফন মিয়া, মোঃ হিরাজ মিয়া, মোঃ ফুরুক মিয়া, মোঃ ফজল মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ সাইফুল মিয়া, মোঃ আক্তার মিয়া, মোঃ রনি মিয়া, মোঃ ফজলক মিয়া, মোঃ ইকবাল মিয়া, মোঃ হামিদ মিয়া, মোঃ রাসেল মিয়া, মোঃ মোবারক মিয়া, মোঃ ফজল মিয়া, মোঃ আলহাজ মিয়া। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com