সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমূখ।
সভা শেষে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন ও পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১টি স্টলে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে আগত দর্শনার্থীদের ধারণা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com