স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত পুরুষ (৪০) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টায় উল্লেখিত এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি বাস চাপায় ৪০ বছর বয়সী পুরুষ নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান- খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে শায়েস্তাগঞ্জ পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com