উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকা থেকে গাঁজা সেবনকালে ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বড় পিরোজপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র সোফান মিয়া, ছোট পিরোজপুর গ্রামের মৃত তদর মিয়ার পুত্র ছইন মিয়া, একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র তাহির উদ্দিন, মহিম উল্লার ছেলে আকুল মিয়া ও আব্দুল মন্নাফের ছেলে বজলু মিয়া। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় হবিগঞ্জ ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবনকালে ৫ জনকে আটক করে। রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবন করার অপরাধে সোফান মিয়াকে ৭ দিন ও ছইন মিয়াকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার তহির উদ্দিন ও বজলু মিয়াকে ৭ দিন করে দন্ড ও একইসঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা ও আকুল মিয়াকে ৩ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com