সকল উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন জনপ্রতিনিধিদের সমর্থন পেয়ে প্রার্থীতা ঘোষণা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থন পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার।
গত কয়েকদিন ধরে মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জে গিয়ে এবং সর্বশেষ গতকাল হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
হবিগঞ্জ পৌর টাউন হলে গতকালের মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পৃথক সভাগুলোর দুটিতে সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ ও সৈয়দ সায়েদুল হক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্য ছয়টি উপজেলার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন- মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ও বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া।
সভাগুলোতে ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পৃথক সভায় বক্তারা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলেয়া আক্তারকে দলমত নির্বিশেষে স্বতস্ফুর্ত সমর্থন জানিয়ে বলেন, তিনি জেলাজুড়ে নারী রাজনীতির জাগরণ ঘটিয়েছেন। স্থানীয় ও জাতীয় নির্বাচনে তাঁর নেতৃত্বে নারীরা রাজনীতির মূল স্রোতে থেকে কাজ করছেন। আলেয়া আক্তার জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই বিশ্বাসের প্রতিফলন হোক।
জনপ্রতিনিধিরা আরও বলেন, নারী নেত্রী হিসেবে আলেয়া আক্তার সার্বক্ষণিকভাবে যে কোন ভাল কাজে সবার পাশে থাকেন। তিনি জনপ্রতিনিধি হলে সরকারের উন্নয়ন কর্মকা- শতভাগ সফলতার সাথে বাস্তবায়ন হবে।