স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলার দীর্ঘদিনের পলাতক আসামি শাহিন মিয়া মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টায় সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে কখনো রাইটার, কখনো শিক্ষানবীশ আইনজীবী পরিচয় দিয়ে আসছে। তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে আটঘরিয়া গ্রামের দায়িত্বপ্রাপ্ত কাজীর কার্য সহকারি হাজী আব্দুস সহিদের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com