স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় আরও দুইজন পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে ৩ জনের নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশের ধারণা তারা ডাকাত দলের সদস্য হতে পারে। আটককৃতদের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে বলে একটি বিশ^স্থ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কৌশলে বাসে করে বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছে। গতকাল তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। এ প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com