চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আট করেছে।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোগাউড়া গ্রামের বাসিন্দা ও গোগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে একই গ্রামের সেলিম মিয়া (৪৫) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনাটি দু’দিন আগে ঘটলেও বিষয়টি চাপা থাকে। এক পর্যায়ে শিশুটির চলাফেরা দেখে তার পিতার সন্দেহ হলে বুধবার বেলা ২ টায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে বিষয়টি তার পিতাকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর গোগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com