নারীদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সেক্রেটারী কুমকুম চৌধুরী বলেন, প্রকৃতির মত উদার আর অকৃপণ ভালবাসায় ভরপুর ইনার হুইল বন্ধুরা। শহরতলীর কালারডুবা থেকে যাত্রা শুরু হয়, প্রথমে চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনির দোয়ার মাধ্যমে শুরু হয় আনন্দযাত্রা। সদস্যদের সন্তানদের উপস্থিতি আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়। সবাই মিলে গান পরিবেশন করেন ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘ভেংগে মোর ঘরের চাবি নিয়ে যাবি’, ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’, ‘ও আমার দেশের মাটি, ধন ধান্যে পুস্পে ভরা’ ইত্যাদি। কবিতা আবৃত্তি করেন ভাইস প্রেসিডেন্ট-১ রায়হানা বেগম ‘মেঘনা পারের ছেলে’। আপ্যায়নে ছিলেন ট্রেজারার প্রীতি, লুনা ও তাহমিনা খান। প্রকৃতির কোলে সবাই আনন্দে বিলীন। আর সারাক্ষণ এই আনন্দকে ফটোবন্দি করেছেন লুনা। সব পাখি ঘরে ফেরে তেমনি আমাদেরও ঘরে ফেরার পালা সন্ধ্যায়। ভাল লাগার আবেশ নিয়ে সবাই ঘরে ফিরলাম। জয় হোক ইনার হুইলের, জয় হোক বন্ধুত্বের। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com