স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তারা বানু (৫০) নামে এক মহিলা নিহত ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, বাহুবল থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির সংঘর্ষ বাধে। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তারা বানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত তারাবানু উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী। এ ছাড়া আহত সুহেল (৪০), শাহেনা (২৫), আবিদ আলীকে (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com