সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে তুরুক মিয়া (৩৮) নামে ডাকাতি মামলা সহ একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুরুক মিয়া লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত বলু মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় লাখাই থানার অফিসার্স ইনচার্জ এমরান হোসেনের নির্দেশে ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে আসামী তুরুক মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন- আসামী তুরুক মিয়ার বিরুদ্ধে লাখাই থানায় একাধিক মারামারি মামলাসহ খুন ও নারী অপহরণ মামলা রয়েছে। বৃহস্পতিবার আসামী তুরুক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com