সমাজপতি আজমল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ ইউএনওর কাছে সমাজচ্যুতির অভিযোগ দায়ের করায় এবার সমাজচ্যুতদেরকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছেন সর্দার আজমল হোসেন ও তার সহযোগীরা। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ওসি বরাবরে আবেদন করেছেন সমাজচ্যুত ৪ পরিবারের লোকজন।
বৃহস্পতিবার বানিয়াচং থানার ওসি বরাবরে দায়েরকৃত আবেদনে ২নং ইউনিয়নের তোপখানা মহল্লার ফরিদ উল্লার পুত্র ছাদেক উল্লা, ছোরাব উল্লার পুত্র, অনু মিয়া, মহিত উল্লার পুত্র ছায়েদ মিয়া ও তৈয়ব আলীর পুত্র জয়নাল আবেদীন বেলাল বলেন- বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের তোপখানা গ্রাামের সর্দার (সমাজপতি) আজমল হোসেন কর্তৃক আমাদের পরিবারকে বেআইনিভাবে সমাজচ্যুত করেন। সেই সাথে এলাকার সরকারি নলকূপের পানি নিতে নিষেধ করেন, এমনকি বিগত ঈদুল আজহার এজমালি কোরবানির মাংস থেকে আমাদেরকে বঞ্চিত করেন। ১৯ আগস্ট আমরা ইউএনওর বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আজমল হোসেন ১০/১২ জনকে সাথে নিয়ে মহড়া দিয়ে আমাদেরকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আবেদনকারীরা নিজেদের নিরাপত্তা এবং আজমল গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবেদনপত্রের সাথে ইতোপূর্বে ইউএনওর কাছে দায়েরকৃত সমাজচ্যুতির অভিযোগের কপিও সংযুক্ত করে দেওয়া হয়। বানিয়াচঙ্গ থানার ওসি রাশেদ মোবারক আবেদনপত্রটি গ্রহণ করে আবেদনকারীদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।