নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) এর উদ্যোগে জেলার সকল থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, থানার সেকেন্ড অফিসার এসআই সামছুল ইসলাম, এসআই সমীরণ দাশ, এসআই ফিরুজ আলম, এসআই সাইফুল ইসলাম, এসআই সাব্বির আহমেদ, এসআই পার্থ রঞ্জন চক্রবর্ত্তী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com