সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে অনৈতিক কর্মকান্ডের অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডে দন্ডিত দুই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কোকিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ভাই ভাই এন্টারপ্রাইজ ও মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া কানিপুর বাজারের হোসেন ক্লিনিক। বৃহস্পতিবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: শাহিনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ক্ষতিকর রং মিশিয়ে অবৈধভাবে নিম্নমানের ভেজাল আইসক্রিম তৈরি করার দায়ে কোকিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আলমগীর আলমকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় আদালত রং ও মেয়াদ উত্তীর্ণ ভেজাল ও নিম্নমানের আইসক্রিম জনসম্মুখে বিনষ্ট করে। অপরদিকে, মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ও ঔষধ রাখার অপরাধে কানিপুর বাজারের হোসেন ক্লিনিকের মালিক মোঃ ফয়েজ আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম বিনষ্ট করলেন ইউএনও
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com