বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আলহাজ¦ গাজী শাহনওয়াজ মিলাদ। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুখলিছুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ¦ আরজু মিয়া মাস্টার, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক নিখিল সাহা। বক্তব্য রাখেন হুমায়ুন রশিদ জাবেদ, মাসুক আহমেদ, এম সামছুদ্দিন, আয়ূব আলী, রশিদ আহমেদ, জাবেদ আলী, আব্দুল জব্বার, এম শফিকুল তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী শাহনওয়াজ মিলাদ বলেন, শোকের মাসে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। যাতে তারা বঙ্গবন্ধু সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। তিনি শিশুদেরকে সঠিক ধর্মীয় জ্ঞান দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তাছাড়া কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে মনোযোগ সহকারে পাঠদান করাতে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষা বিস্তারে বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল প্রকার সমস্যা সমাধানে তিনি সহযোগিতার আশ^াস দেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন। বিজ্ঞপ্তি
বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com