স্টাফ রিপোর্টার ॥ ‘মন ভাসাব জলে, প্রাণের উত্তালে’ এই শ্লোগানকে সামনে রেখে নৌকা ভ্রমণ করেছে ‘হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম’। রবিবার দিনভর কালারডোবা নৌকাঘাট থেকে বানিয়াচঙ্গ উপজেলার ঐতিহাসিক ‘বিথঙ্গল আখড়া’ পর্যন্ত এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। নৌকা ভ্রমণে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সংগীত পরিবেশনা, র্যাফেল-ড্র, মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন।
এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু, সহ-সভাপতি মামুন চৌধুরী, সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, অর্থ সম্পাদক মীর আব্দুল কাদির, দপ্তর সম্পাদক এম. সাজিদুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ মশিউর রহমান, নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, চুনারুঘাট উপজেলা সভাপতি খন্দকার আলাউদ্দিন, নবীগঞ্জ উপজেলা সভাপতি শাহ সুলতান, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি সেন্টু আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তাফহিম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, বানিয়াচঙ্গ উপজেলা সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সদস্য এম.এ হালিম, মঈন উদ্দিন আহমেদ, মোঃ ছানু মিয়া, ফয়সল চৌধুরী, আশাহিদ আলী আশা, নজরুল ইসলাম (১), নজরুল ইসলাম (২), জাহাঙ্গীর আলম, ডাঃ আব্দুল জলিল, কাউছার আহমেদ টিপু, সিরাজুল ইসলাম জীবন, কাজী মিজানুর রহমান, নিরঞ্জন গোস্বামী শুভ, কাজল সরকার, এ.কে কাউছার, মোঃ নায়েব হোসেন, এইচ.এম হেলিম, জাহেদ আলী মামুন, এ.এম শাহ আলম, সাইফুর রহমান তারেক, মোঃ আক্তার হোসেন, সহিবুর রহমান প্রমুখ।
নৌকা ভ্রমণে সংগীত পরিবেশন করেন দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বেতারের তালিকাভুক্ত শিল্পী মোঃ আক্তার হোসেন, চ্যানেল এস-এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, নবীগঞ্জের সাংবাদিক মুজিবুর রহমান, বাউল শিল্পী মারিয়া, ফারজানা, জেসমিনসহ বিভিন্ন শিল্পীবৃন্দ। সাতার প্রতিযোগিতায় বিজয়ী হন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ী হন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী। র্যাফেল ড্র-তে ১ম পুরস্কার লাভ করেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম। এছাড়াও র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে ৩৩টি পুরস্কার বিতরণসহ সংগঠনের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, বর্তমান সভাপতি শাকিল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর পুত্র সুলতানুল আরেফীন তাশরীফকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com