নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম ইয়াছিনীয়া ইসলামিয়া মাদ্রাসায় আব্দুর রউফ (রহ.) এর রেখে যাওয়া সর্বশেষ সংগঠন সিংহগ্রাম ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার মক্তবভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিংহগ্রামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ১৫টি মক্তবের ছাত্রছাত্রীরা ক্বেরাত প্রতিযোগিতা ও বিভিন্ন মাসআলা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলী শিপা আক্তারকে ১ম, আশরাফুল ইসলামকে ২য় ও রাইসা আক্তারকে ৩য় স্থান অধিকারী হিসেবে ঘোষণা করেন।
পরে সিংহগ্রাম ইয়াছিনীয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রতিযোগী ৩ জনের মাঝে পুরস্কার হিসাবে ইসলামিক বই ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওলী ইবনে ওলী শায়খুল হাদিস অলীউর রহমান। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com