স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ৪ গাঁজাখোরকে আটক করে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর থেকে বেলা ২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী মোহনপুরের সহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি’র আদালতে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা সেবনের অপরাধে পশ্চিম মোহনপুরের মৃত আতাব মিয়ার পুত্র সাহিদ মিয়াকে (৩০) ২০ দিনের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা, একই এলাকার মৃত আব্দুর নূরের পুত্র কাজল মিয়াকে (৩৪) ১০ দিনের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা, বানিয়াচং উপজেলার সাগরদিঘি দক্ষিণ পাড়ের মৃত আইন উল্লার পুত্র হোসেন আলীকে (৫০) ১৫ দিনের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র শাহজাহানকে (৩৫) ১৫ দিনের কারাদন্ড ও ১শ’ জরিমানা করা হয়। দন্ডের পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com