স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় মিথ্যা ও সাজানো মামলায় আসামী হওয়া দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। রবিবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মী ও মিথ্যা মামলার আসামীদের খোঁজখবর নিতে শায়েস্তাগঞ্জ যান। এ সময় স্থানীয় কে আলী প্লাজায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি করম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ।
সভায় জি কে গউছ বলেন- মিডনাইট নির্বাচনের আওয়ামী সরকারের সকল মামলা হামলা উপেক্ষা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। আন্দোলনের ঘোষণা এলেই নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পড়বেন। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য্যরে সাথে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এফএম আহমেদ অলি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, মিজানুর রহমান সাকিম, ফাইম হোসেন, নুরুল ইসলাম বাচ্চু, আব্দুল হাই, ফজল মিয়া, মিজানুর রহমান সুমন, রাকিবুল হোসেন সান্টু, অলিউর রহমান, জিতু মিয়া, আব্দুল কাইয়ুম, সেলিম তালুকদার, পারভেজ হোসেন, সোহাগ, জমির আলী, নাজমুল হাসান ফারুক, ওয়াহিদুর রহমান, সুমন মিয়া প্রমুখ।
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় জি কে গউছ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com