গত ৮ আগস্ট হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে দি অপ্টিমিস্টস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গরীব ও মেধাবী ৬৪জন ছাত্রছাত্রীর মধ্যে ৬ মাসের মোট ৩ লাখ ৬ হাজার ৮০০টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। ছাত্রছাত্রীরা সংস্থা কর্তৃক নির্ধারিত বিষয়ের উপর ইংরেজিতে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দি অপ্টিমিস্টস হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মোঃ শরীফ উল্ল্যাহ’র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। অনুষ্ঠানে দি অপ্টিমিস্টস হবিগঞ্জ জেলা শাখার পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা তাহমুদা বেগম, অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, মোঃ আব্দুল মোছাব্বির তালুকদার, গোলাম মোহাম্মদ মানিক, অ্যাডভোকেট মুরলী ধর দাস ও প্রাক্তন প্রধান শিক্ষক নিতেন্দ্র সূত্রধর। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com