স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে সচিবের ভাই আলোচিত টিপু হত্যার মূল হোতা মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক ডাকাত এরশাদকে (৩৮) র্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ডাকাত এরশাদকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে থানার ওসি সিলেট শহরের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলীকে গ্রেফতার করেন। ওইদিন রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে সিলেটে অভিযান চালিয়ে উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে দুর্ধর্ষ ডাকাত এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাধবপুর থানায় অসংখ্য চুরি, ডাকাতির মামলা রয়েছে। মাধবপুর থানার (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ২০১১ সালে উপজেলার মনতলা মেরাশানি গ্রামের তৎকালিন সিনিয়র সহকারী সচিব আশরাফুল রহমান নোমান ও সিনিয়র সহকারী সচিব ইমরুল মহসিনের বাড়িতে ডাকাতি করতে গেলে মহসিনের ভাই টিপু ডাকাতদের বাধা প্রদান করলে ডাকাতদল তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে মাধবপুর থানায় ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত করে ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার দীর্ঘ ৬ বছর পর ২০১৭ সালের ২৩ আগস্ট হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তৎকালিন বিচারক মাফরোজা পারভীন ৮ জনের ফাঁসি ও ১১ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। রায়ের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এরশাদ আলী পলাতক ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com