মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল প্রায় ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল আশরাফুল নরসিংদী জেলার পাগলা উপজেলার ধুলপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন জানান, কনস্টেবল আশরাফুল ইসলাম ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওয়ানা হন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আশরাফুল ইসলামের মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছুটি শেষে মোটর সাইকেলযোগে কর্মস্থল সিলেট যাচ্ছিলেন কনস্টেবল আশরাফুল
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com