আবুল কাশেম চৌধুরী সভাপতি মঈন উদ্দিন চৌধুরী সুমন সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার এ কমিটির অনুমোদন দেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। অনুমোদিত কমিটিতে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির ১১টি সহ-সভাপতি পদের মধ্যে ৫ জনকে সহ-সভাপতি মনোনীত করা হয়। তারা হলেন- মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মোঃ ওয়াহিদুজ্জামান, আব্দুর রউফ মাসুক। যুগ্ম সাধারণ সম্পাদক ৩টি পদে মধ্যে ১ম পদটি খালি রেখে ২য় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল ও ৩য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বদরুল আলমকে মনোনীত করা হয়। সাংগঠনিক সম্পাদক ৫টি পদের মধ্যে ৪টি পদে নাম ঘোষণা করা হয়। ৩য় সাংগঠনিক সম্পাদক পদটি খালি রাখা হয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- ডা: ইসতিয়াজ রাজ চৌধুরী, মোঃ মামুন মিয়া, মানিক মিয়া, মহিবুর রহমান মাহি। অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে ত্রাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন। এছাড়া সদস্য আরিফ ফয়সল খান ও ইঞ্জিনিয়ার আহমেদ ইবনে মুশফিক।
প্রসঙ্গত, ঘোষিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এ দিকে নতুন কমিটি ঘোষণার পর পরই তাদের অনুসারী নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। বিভিন্ন স্থানে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com