নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সানাবই গ্রামের বাসিন্দা মোঃ আজদু মিয়া তালুকদারের মা মোছাঃ হালেমা খাতুন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩১ আগস্ট নিউইয়র্ক এর স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মরহুমা হালেমা খাতুন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি মেম্বার আকবর হোসেন তালুকদার স্বপনের শাশুড়ি। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের মা ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার আকবর হোসেন তালুকদার স্বপনের শাশুড়ি হালেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সকল সদস্যবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক রোকন হাকিম সাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, মরহুমা হালেমা খাতুন ব্যক্তি জীবনের অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সমাজসেবায় কাজ করতে তার সন্তানদের উৎসাহিত করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবাবর্গের প্রতি সমবেদনা জানান। এছাড়াও হালেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com