স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঁন মিয়া মসজিদ এলাকায় এক রাতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই এলাকার ওয়াসিম উদ্দিন খানের মেসার্স বিসমিল্লাহ ইলেকট্রনিক্স, আব্দুর রহিমের মেসার্স আমিনা ফ্যাশন, শাহেদ আলীর শাহাদাত টেলিকম, মেসার্স সঞ্জু অটো সার্ভিসিং, মেসার্স বনফুল ফার্নিচার, মেসার্স আইটি কর্ণার থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চোরেরা দোকানগুলোর উপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস্ হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ব্যকস নেতা রকিব উদ্দিন উজ্জ্বল ঘটনা স্থলে ছুটে যান। তারা বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com