চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সহকারি বন সংরক্ষকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী এ ভবনের উদ্বোধন করেন। এসময় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী, সহকারি বন সংরক্ষক মোঃ তারেকুর রহমান, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ৩৮ লাখ টাকা ব্যয়ে সহকারি বন সংরক্ষক হবিগঞ্জ এর কার্যালয়ের ভবনটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com