স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের চক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দোকানদাররা। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে উপজেলার আন্দিউড়া চকদারবাড়ী বাজারে কীটনাশকের দোকানে আগুনের সুত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যেই আগুনের লেলিহা শিখা আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া নন্দন স্টোর (কীটনাশ) দোকানের মালিক নন্দন দেব জানান- আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন সার, কীটনাশকের মৌসুম। গতকালও কয়েক লাখ টাকার মাল দোকানে উঠিয়েছি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।
মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মনতোষ মল্লিক জানান- আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com