স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রাম থেকে এক ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কেউন্দা গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে সে ধান কাটতে আসে। শুক্রবার সকালে ইয়াকুব আলীর বাড়ি থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বী জানান, আজ শনিবার ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com