বাহুবলে আশ্রয়ণ প্রকল্পে প্রশিক্ষণ উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী
মনিরুল ইসলাম শামিম ॥ সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। যাদের ঘর নেই তাদের ভূমিসহ ঘরসহ দিচ্ছেন, তাদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিচ্ছেন। তারা ঘরবাড়ির সাথে প্রশিক্ষণ নিয়ে মূলধারায় যুক্ত হবে। এর মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় জেলার বাহুবল উপজেলার মহাশয়ের বাজার আশ্রয়ন প্রকল্পে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ ভূইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার বাহুবল উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পে বসবাসকারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অপ্রাতিষ্ঠানিক ট্রেডে বসত বাড়িতে সবজি চাষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সেলাই, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় মা ও শিশুস্বাস্থ্য এবং গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
পরে মহাশয়ের বাজার আশ্রয়ণ প্রকল্পে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।
এছাড়া বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপকারভোগীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেবী চন্দ।