জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
এসএম সুরুজ আলী ॥ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে এনজিও আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে আশা’র মিরপুর স্বাস্থ্য সেবাকেন্দ্রে আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশীষ রঞ্জন ধরের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ। বিশেষ অতিথি ছিলেন আশা ম্যাটস চুনারুঘাটের ভাইস প্রিন্সিপাল ডাঃ মো: নজরুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার মো: একে এম তারেক, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমিরণ চন্দ্র রায়, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মতিলাল গোপ, চিকিৎসক প্রদীপ কুমার পাল। আশা’র কর্মকর্তারা জানান, জেলার ৪টি স্থানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। মিরপুরের দুই শতাধিক লোকজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে, বানিয়াচঙ্গ উপজেলার বড়বাজার সংলগ্ন আশা বানিয়াচং স্বাস্থ্য সেবাকেন্দ্রেও দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওই ক্যাম্পের উদ্বোধন করেন আশা বানিয়াচং অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ হাদিউল ইসলাম মোল্লা। আশা বানিয়াচং ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আঃ মোছাব্বির’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুস্তাক আহমেদ। এ সময় আশা’র অন্যান্য সহকর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দিনব্যাপী এলাকার অন্তত দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়বেটিস পরিক্ষা, প্রেসার মাপা, ব্যবস্থাপত্র প্রদান সহ চিকিৎসা প্রদান করেন আশা বানিয়াচং স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেল্থ সেন্টার ইনচার্জ ডা: মো: ফয়সাল আহমেদ।
উল্লেখ্য, বন্যা ও করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় এনজিও আশা সুদমুক্ত ঋণ আদায়সহ অসহায় লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করে। অনুষ্ঠানগুলোর শুরুতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।