বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দুপ্রক’র উপজেলা সভাপতি বিপুল ভূষণ রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ শামছুল হক প্রমূখ। এছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, প্রতিটি পণ্যের মূল্য জানা ভোক্তাদের অধিকার। তাই সকল ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। অন্যতায় মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সভায় বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।