স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরস্থ বানিয়াচং রোডের ব্যবসায়ী জয়নাল আবেদীনের লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে পিকআপ ভ্যান চালক। ওই ব্যবসায়ী তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের উমেদনগরস্থ বানিয়াচং রোডে মেসার্স জান্নাত ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে বীজ, সার ও কীটনাশক বিক্রি করে আসছেন। শনিবার পিকআপ চালক বিষ্ণু’র মাধ্যমে পরিচয়ের সুবাদে পিকআপের মালিক শহরের মোল্লা টাইলস্ এন্ড সেনেটারী হাউজ এর পরিচালক রনি আহমেদের পিকআপ রেজিঃ নং-২৩-০৩৮০ এর মাধ্যমে আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে রফিকুল ইসলামের দোকানে ১৫০ বস্তা ধান বীজ পাঠান জয়নাল আবেদীন। যার মূল্য ৭৯ হাজার ৬শ’ টাকা। রফিকুল ইসলামের দোকানে বীজ দিয়ে ওই দোকান থেকে পিকআপ চালক বিষ্ণু উল্লেখিত টাকা নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দোকানে না আসায় বিষ্ণু’র ব্যবহৃত মোবাইল নং- ০১৭৩২-২৯৫৮৩০ ও ১৭৯১-১৯৬৬১৫ এ ফোন করেন জয়নাল আবেদীন। কিন্তু বিষ্ণু’র ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল আবেদীন তার টাকা উদ্ধারে সহায়তা চেয়ে বিষ্ণু ও তার ভাই রতনের বিরুদ্ধে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com