স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আইনজীবী সহকারি সমিতির প্রবীণ সদস্য আব্দুল লতিফ হিরাজের মৃত্যুতে সমিতির প্রধান কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় সমিতির সভাপতি আব্দুল মোতাকাব্বির রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকের পরিচালনায় শোকসভায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য কাজী আব্দুল কাইয়ূম, সুভাষ চন্দ্র সূত্রধর, জ্ঞানসিন্ধু মল্লিক নানু, জাহির উদ্দিন, আব্দুল হামিদ, ননি গোপাল, মাসুক মিয়া চৌধুরী, সামছুল হক, জগদীশ দাশ নান্টু, নির্মল গোপ, খেলু মিয়া, কৃষ্ণপদ সেন, বিধু দাস প্রমুখ। সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা এবং মরহুমের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com