নুর উদ্দিন সুমন ॥ বাহুবল উপজেলার মিরপুরে জোড়া ব্রীজের পাশে শ্মশানের পেছনের বাঁশঝাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও জুয়াড়িরা নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। সোমবার বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার গাঁজাসেবনের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে কৃষাণ সাহা (৪৫) নামে এক সিএনজি চালককে আটক করেন। সাথে সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। দন্ডপ্রাপ্ত কৃষাণ সাহা রূপশংকর গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com