সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম আব্দুস শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আবদুল কাদের, ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন প্রমুখ।
সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও অতিথিবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য।