মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ ৭১এর চেতনায় পরিচালিত জননেত্রী সৈনিক লীগ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন নালুয়া চা বাগান কমিটির উপদেষ্টা তারাচাঁদ শীল, উপদেষ্টা সুশিল মির্ধা, সভাপতি গোলাপ উরাং, সহসভাপতি অর্জুন উরাং, সাধারণ গিরিশ উরাং, সহ-সাধারণ সম্পাদক নারায়ন তাতী, সহ সাধারণ সুরেশ মুন্ডা, মহিলা বিষয়ক বাধুরী মির্ধা, মহিলা বিষয়ক রব্বারী মুন্ডা ও জয়ন্তী মুন্ডা, রতন আধিকারী, সুবল উরাং, খুদর তাতী, রাজেন্দ্র উরাং বীরবল মুন্ডা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com