স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম শহরে ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার বিকেলে শহরের আমিরচান কমপ্লেক্স, পিটিআই রোডসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় ভোটাররা একজন সৎ নিষ্ঠাবান প্রার্থী হিসেবে এনামুল হক সেলিমকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাছ উদ্দিন, জেলা বিএনপি নেতা আব্দুল হাই তাহের, আলী আজগর, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াস, জেলা তাতীদলের আহ্বায়ক সৈয়দ তেফায়েল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান টিপু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, আবুল হোসেন, আব্দুল আউয়াল, কয়েছ আহমেদ শিপন, এনাম চৌধুরী, অ্যাডভোকেট সুরুজ আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com